স্পেন প্রবাসী সাংবাদিক নাজমুলের পিতার মৃত্যুতে শোক বার্তা

জহুর উল হক :
স্পেন প্রবাসী সাংবাদিক, অল ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি মিরন নাজমুলের পিতা মো: ওয়ালী উল্লাহ মিয়াজী (৯১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না-লিল্লাহে রাজিউন)।

বুধবার (৩মার্চ) সকাল ১১ টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিলো ৯১ বছর। তিনি দীর্ঘদিন শারিরীক নানা সমস্যায় ভুগছিলেন ।

মৃত্যুকালে তিনি পাচঁ ছেলে পাচঁ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গিয়েছেন। সাংবাদিক মিরন নাজমুলের বাবার মৃত্যুতে বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে সাংবাদিক মিরন নাজমুলের পিতার মৃত্যুতে শোক জানিয়েছে ইউরোপের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের সমন্বয়ে গঠিত সংগঠন অল ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাব। কিছুক্ষণ আগে সংগঠনের সভাপতি ফয়সাল আহমেদ দ্বীপ এবং সাধারন সম্পাদক জমির হোসেন সমন্বিত এক বিবৃতিতে এ শোক জানানো হয়।

এছাড়াও পৃথক পৃথক শোকবার্তায় শোক প্রকাশ করেছেন অল ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাবের সহ-সভাপতি যুক্তরাজ্যের মাহাবুব সুয়েদ, সহ-সভাপতি বেলজিয়ামের ফারুক আহমদ মোল্লা,সহ-সভাপতি রোমের আখি শিমা কায়সার, সহ-সভাপতি ইতালির রিয়াজ হোসেন, সহ-সভাপতি ফ্রান্সের নুরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক পর্তুগালের জহুর উল হক, যুগ্ম সাধারণ সম্পাদক স্পেনের কবির আল মাহমুদ,

সাংগঠনিক সম্পাদক পর্তুগালের রনি মোহাম্মদ, প্রচার সম্পাদক মো. রাসেল আহম্মেদ, ক্রীড়া সম্পাদক স্পেনের সাইফুল আমিন, তথ্য ও গবেষণা সম্পাদক ইতালির আসলামউজ্জামান, কার্যনির্বাহী পরিষদের সদস্য ইতালীর এডভোকেট আনিচ্ছুজামান, জার্মানির ফাতেমা রুমা, ইতালির সাইফুল ইসলাম মুন্সী, গ্রীসের মোঃ আল আমিন, হাঙ্গেরির জেরিন ফাতেমা, পর্তুগালের যুবরাজ শাহাদাত, পর্তুগালের এনামুল হক, পোল্যান্ডের আহমেদ রাজ বিন আইয়ুব, পর্তুগালের জাহিদ কায়সার, ফরিদ আহমেদ পাটোয়ারী, আনোয়ার এইচ খান, মুরাদ শেখসহ আরও অনেকে। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *