ফেনী প্রতিনিধি :
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মির্জা কাদের ও মিজানুর রহমান বাদল বাহিনীর সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে নির্মমভাবে নিহত সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির এর হত্যায় জড়িত প্রকৃত অপরাধী চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করার দাবিতে সোনাগাজীতে কর্মরত সাংবাদিকদের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
দৈনিক কালের কন্ঠ সোনাগাজী প্রতিনিধি শেখ আবদুল হান্নানের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ বিক্ষোভে বক্তব্য রাখেন- দৈনিক ইনকিলাব প্রতিনিধি জসিম উদ্দিন কাঞ্চন, দৈনিক যুগান্তর প্রতিনিধি জাবেদ হোসেন মামুন, সমকাল প্রতিনিধি আবুল হোসেন রিপন, ভোরের কাগজ প্রতিনিধি সৈয়দ মনির আহমদ, প্রথম আলো প্রতিনিধি আমজাদ হোসেন নাহিদ,

আমাদের নতুন সময় প্রতিনিধি বাহার উল্যাহ বাহার, দৈনিক দেশ রুপান্তর প্রতিনিধি সফিউল্লাহ রিপন, দৈনিক অগ্রসর ফেনী প্রতিনিধি গাজী মোহাম্মদ হানিফ, বাংলাদেশ সমাচার প্রতিনিধি মোঃ ছালাহ্ উদ্দিন, দৈনিক আমাদের সময় প্রতিনিধি ওমর ফারুক, সকালের সময় প্রতিনিধি শহীদুল ইসলাম, বাংলাদেশের খবর প্রতিনিধি শরিয়ত উল্যাহ রিপাত, দৈনিক গণকণ্ঠ প্রতিনিধি ইকবাল হোসাইন।
২৩শে ফেব্রুয়ারী মঙ্গলবার সকাল ১১টায় সোনাগাজী জিরোপয়েন্টে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে আরো উপস্থিত ছিলেন – শমসের নগরের সহ সম্পাদক আবদুল্লাহ রিয়েল, আলোকিত সকাল প্রতিনিধি গিয়াস উদ্দিন মামুন, হকার্স প্রতিনিধি মোতাহের হোসেন ইমরান, স্টারলাইন প্রতিনিধি এসএন আবছার, বাংলাদেশ বুলেটিন প্রতিনিধি হাবিবুল ইসলাম রিয়াদ, , গণবার্তা প্রতিনিধি কাজী নজরুল ইসলাম, আলোকিত দেশ প্রতিনিধি আবদুর রহিম, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সদস্য কামরুল হাসান, দৈনিক সমাচার দর্পন প্রতিনিধি আবু মুছা, ইয়াছিন আরাফাত তুহিন প্রমূখ।

বক্তারা বলেন- সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিরকে পেশাগত দায়িত্ব পালনের সময় রাজনৈতিক উদ্দেশ্য পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। তার লাশ নিয়ে অপরাজনীতি করা হচ্ছে। অবিলম্বে সঠিক তদন্ত করে খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হলে সোনাগাজীর সাংবাদিকগণ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবে।
উল্লেখ, গত শুক্রবার নোয়াখালীর চাপরাশির হাটে অা’লীগের দুগ্রুপের সংঘর্ষ চলাকালে অস্ত্রধারী সন্ত্রাসীদের ছবি তোলার সময় গুলিবিদ্ধ হন বাংলাদেশ সমাচার কোম্পানীগঞ্জ প্রতিনিধি বুরহান উদ্দিন মুজাক্কির। দুদিন পর ঢাকা মেডিকেলে মারা যান তিনি। বাংলারদর্পণ
