ফেনী প্রতিনিধি :
ফেনীর সোনাগাজীতে বখাটে ফরহাদ উদ্দিনের নেতৃত্বে ১৫ বছরের এক কিশোরীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। অপহৃত কিশোরি সোনাগাজী ছাবের সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী।
গত শনিবার (২০ ফেব্রুয়ারি) সকাল আটটার দিকে পৌর এলাকার ৭নং ওয়ার্ডের ইসমাইল মুহুরী সড়কের জামে মসজিদের সামনে থেকে অপহরনের শিকার হয় ওই ছাত্রী
অপহৃত কিশোরীর পরিবার জানান, সোনাগাজীর পৌর এলাকার ৮নং ওয়ার্ডের চরগনেশ গ্রামের লস্কর বেপারি বাড়ির জসীম উদ্দীনের বখাটে ছেলে ফরহাদ উদ্দিন (১৭) ওই কিশোরীকে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করে আসছে।
কিশোরী প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় শনিবার সকাল আটটার দিকে বাসা থেকে প্রাইভেট পড়তে যাওয়ার পথে কিশোর গ্যাংয়ের স্বক্রিয় সদস্য ফরহাদ উদ্দিনের নেতৃত্বে চার-পাঁচজন সদস্য জোরপূর্বক সিএনজি অটোরিকশায় তুলে নিয়ে যায়।
এ ব্যাপারে অপহৃত কিশোরীর পিতা মহি উদ্দিন বাদী হয়ে রোববার সকালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সোনাগাজী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
মডেল থানার ওসি সাজেদুল ইসলাম জানান, এজাহারের সুত্র ধরে এবং তথ্য প্রযুক্তির ব্যাবহারের মাধ্যমে অভিযান চলছে। শীঘ্রই ভিকটিম উদ্ধার করা সম্ভব হবে।