ফেনী’ প্রতিনিধি :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর সিলোনিয়া নামকস্থানে সড়ক দুর্ঘটনায় সালাউদ্দিন অনিক নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এই দূর্ঘটনায় ঝরে গেল প্রাণ। নিহত অনিকের বাসা ঢাকার যাত্রাবাড়ীতে।
আজ ভোরে বাসা থেকে সে সপরিবারে রাঙামাটি ভ্রমণের উদ্দেশ্য বেরিয়েছিলেন। অনিক তার ৭ জন বন্ধুকে নিয়ে বাইকে করে রাঙামাটি যাচ্ছিলেন। তার পরিবারের অন্য সদস্যরা যাচ্ছিলেন প্রাইভেট কার নিয়ে।
সকাল সাড়ে ৯টার দিকে ফেনীর সিলোনিয়া নামকস্থানে পোঁছলে ঘাতক লরী অনিকের বাইককে চাপা দেয়। মুহুর্তেই তার নিথর দেহ সড়কের উপর পড়ে থাকতে দেখা যায়।
পরে ঘটনাস্থল থেকে পুলিশ এসে অনিকের লাশ উদ্ধার করে ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বাংলারদর্পণ