ফেনী’ প্রতিনিধি-
ফেনীতে ১১ ইউনিটে যুবদলের আংশিক আহবায়ক কমিটি অনুমোদন। মঙ্গলবার রাতে কেন্দ্রীয় যুবদল কর্তৃক সংবাদ বিজ্ঞপ্তিতে নব গঠিত এই আহবায়ক কমিটিতে যাদের নাম রয়েছে।
ফেনী পৌর-জাহিদ হোসেন বাবলু-আহবায়ক,হায়দার আলী রাসেল ১নং যুগ্ম আহবায়ক, নিজাম উদ্দিন সোহাগ সদস্য সচিব ফেনী সদর উপজেলা- নিজাম উদ্দিন মাষ্টার-আহবায়ক,ফরিদুল ইসলাম রাহাত সদস্য সচিব।
সোনাগাজী উপজেলা যুবদলের আহবায়ক খুরশিদ আলম ভূঁইয়া, সদস্য সচিব ইমাম হোসেন প্রবীর ও যুগ্ম-আহ্বায়ক জহিরুল ইসলাম সুমন।
ছাগলনাইয়া উপজেলা-কাজী জসিম উদ্দিন আহবায়ক,মো শাহাজাহান মজুমদার-১নং যুগ্ম আহবায়ক,আব্দুল মোমিন ভূইয়া,যুগ্ম আহবায়ক। ছাগলনাইয়া পৌর শাখা-
মো জয়নাল আবেদীন আহবায়ক,মো আলমগীর হোসেন ১ম যুগ্ম আহবায়ক,মোঃ তৌহিদুল হোসেন শাকিল।
ফুলগাজী উপজেলা শাখা-কামাল হোসেন-আহবায়ক,ফরিদ আহমেদ ভূইয়া ১নং যুগ্ম আহবায়ক,নূরুল হুদা শাহিন যুগ্ম আহবায়ক।
পরশুরাম উপজেলা শাখা- সামসুল আলম শাকিল আহবায়ক,মো জহিরুল ইসলাম মজুমদার-১ম যুগ্ম আহবায়ক,মো আবুল খায়ের লিটন-যুগ্ম আহবায়ক।
পরশুরাম পৌর শাখা- মোঃ মোস্তাফা খোকন-আহবায়ক,ফিসফাকুস সামাদ রনি ১ম যুগ্ম আহবায়ক,নুরুল আফসার চৌধুরী কমল-যুগ্ম আহবায়ক।
উল্লেখ্য কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ফেনী জেলার ১১টি ইউনিটের আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেন। জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, টাইপিংয়ে ত্রুটির কারনে সোনাগাজী উপজেলা কমিটির সদস্য সচিবের নামের পুর্বে যুগ্ন অাহ্বায়ক লিপি হয়েছে, পরে তা সংশোধন করা হয়েছে। বাংলারদর্পণ