সফিক খান, বাকেরগঞ্জঃ
বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের কাফিলা কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টার এর ছাদে জাতীয় পতাকা টানানাে হয়েছে। বিদ্যালয়ের সামনে পতাকা টানানোর নির্দিষ্ঠ ¯স্থান থাকলেও বিদ্যালয় প্রধান শিক্ষক বশির উদ্দিন তা না মেনে ছাদে পতাকা টানিয়েছে। সকালে ¯স্কুল শুরুর আগে শিক্ষার্থীদের প্যারেড ও জাতীয় সংগীত পরিবেশনের পর জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন করার জন্য ছাদে উঠতে হয়। ২০১০ সালের জুলাই মাসের সংশোধনীয় আইন অনুযায়ী জাতীয় পতাকার অবমাননা করলে দুই বছর পর্যন্ত কারাদন্ড এবং ১০ হাজার টাকা অর্থ দন্ডের বিধান রাখা হয়। বিদ্যালয়ের ভবনের জাতীয় পতাকার মাপ ১০ফুট/৬ফুট, ৫ফুট/৩ফুট, ২.৫ফুট/১.৫ফুট হতে হবে। জানা যায়, বিদ্যালয় শুরুর পুর্বে কোন প্যারেড, জাতীয় সংগীত, জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন করা হয় না। এর ফলে শিক্ষার্থীরা দেশপ্রেম, দেশের প্রতি ভালবাসা, সম্মান ও সু-শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে । বিদ্যালয়ের প্রধান শিক্ষক বশির উদ্দিনের এমন আচরন দেশদ্রােহীর পরিচয় দিচ্ছে। প্রধান শিক্ষকের জাতীয় পতাকা অবমানার ফলে অভিভাবক ও এলাকাবাসী চাপাক্ষােভ বিরাজ করছে। এ বিষয়ে প্রধান শিক্ষক বলেন, বিদ্যালয় পতাকা টানানাে থাকলেই চলে। প্যারডের পর সম্মান করতে পতাকা সামনে থাকবে এমন কােন নিয়ম নেই। এ বিষয় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাে: শফিউল আলম এর মুঠো ফােনে একাধিকবার কল করা হলে তিনি ফোন রিসিভ করেননি। এ বিষয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জয়নুল আবদীন বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারী বৃন্দ জাতীয় পতাকাকে অবমাননা করতে পারে না। এ বিষয় খতিয়ে দেখে তাদের বিরদ্ধে আইনগত ব্যব¯স্থা নেয়া হবে।