ফেনী প্রতিনিধি :
ফেনীর সোনাগাজী উপজেলার পৌরসভাস্থ শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির পরিচালনা কমিটির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৯ জানুয়ারী শুক্রবার বিকেলে মন্দির প্রাঙ্গনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে মন্দির পরিচালনা পরিষদ ও ভক্তবৃন্দের সম্মিলিত মতের ভিত্তিতে মন্দির পরিচালনা কমিটির আহ্বায়ক রাখাল সাহাকে সভাপতি ও মন্দির পরিচালনা কমিটির সদস্য বিদ্যুৎ মহাজনকে সাধারন সম্পাদক মনোনীত করা হয়।
উক্ত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, সোনাগাজী পৌরসভার কাউন্সিলর আইয়ুব আলী খান।
বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সোনাগাজী শাখার সাধারন সম্পাদক রুপম শর্মা, মন্দির পরিচালনা কমিটির সাবেক সাধারন সম্পাদক যদুলাল সাহা, মতিগঞ্জ ইউপি প্যানেল চেয়ারম্যান অজয় কুমার শীল ভূট্টু।
এসময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সোনাগাজী শাখার যুগ্ম সাধারন সম্পাদক ডাঃ হারাধন, সাংগঠনিক সম্পাদক পলাশ দাস, ঐক্য পরিষদ পৌর শাখার সভাপতি ডাঃ শুকলাল দেবনাথ, উৎপল দাস, ডাঃ বিকাশ শর্মা প্রমুখ। বাংলারদর্পণ