গাজী মোহাম্মদ হানিফ :
সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নে ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ২১ জানুয়ারি বৃহস্পতিবার বিকালে চরচান্দিয়া ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সভাপতি কমলা বেগমের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন- ফেনী জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান লায়লা জেসমিন বড়মনি।
বিশেষ অতিথি ছিলেন- জেলা মহিলা আওয়ামীলীগের সদস্য রোকেয়া পারভীন, সম্মেলন উদ্বোধন করেন- উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জোবেদা নাহার মিলি। এতে প্রধান বক্তা ছিলেন- উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক খোদেজা খানম শাহীন গণি।
আমন্ত্রিত অতিথি ছিলেন- সোনাগাজী উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক মফিজুল হক, সাধারন সম্পাদক ও পৌর মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন, চরচান্দিয়া ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সেলিম জাহাঙ্গীর, সাধারন সম্পাদক আব্দুর রহমান মানিক, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইকবাল বাহার ফয়সাল প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন- চরছান্দিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি জীবন মিয়াজী। বাংলারদর্পণ