বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুই যুবক আটক

ফেনী প্রতিনিধি :
ফেনীতে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ২ যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ফেনীর একটি দল।

রবিবার (১৭ জানুয়ারি) বিকালে মহিপাল ফ্লাইওভারের নিচ থেকে আব্দুর রহিম (৩৮) ও মোহাম্মদ সেলিম (২৭) কে আটক করা হয়।

তাদের কাছ থেকে ৭৩০ পিস ইয়াবা ট্যাবলেট,৫০ বোতল ফেন্সিডিল ও ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত আব্দুর রহিম সদর উপজেলার জাহানপুর গ্রামের আব্দুল গনি ও সেলিম একই গ্রামের আব্দুল মতিনের ছেলে।

র‌্যাব ফেনী ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক ও সহকারী পুলিশ সুপার জুনায়েদ জাহিদী বিষয়টি নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *