বসুরহাট পৌর নির্বাচনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকাতেই আস্থা রাখছে ভোটাররা

প্রশান্ত সুভাষ চন্দ:
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকাতেই আস্থা রাখছে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার সাধারণ ভোটাররা। সাথে যুক্ত হয়েছে অজনপ্রিয় প্রতিদ্বন্দি প্রার্থীর ঢিলেঢালা নির্বাচনী প্রচারণা।

আগামী ১৬ জানুয়ারী এ পৌরসভায় ইভিএমএর মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন জেলা আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটির সহ-সভাপতি ও বসুরহাট পৌরসভার বর্তমান মেয়র আব্দুল কাদের মির্জা।

অপরদিকে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি থেকে নির্বাচন করছেন উপজেলা বিএনপির সভাপতি (অনুমোদনহীন কমিটি) ও বসুরহাট পৌর সভার সাবেক মেয়র কামাল উদ্দিন চৌধুরী এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে(জামায়াত) মোবাইল ফোন প্রতীক নিয়ে ভোট করছেন উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মোশারফ হোসেন।

সরেজমিন বসুরহাট পৌর এলাকা ঘুরে জানা যায়, গত তিনবারের মেয়র আব্দুল কাদের মির্জা পৌরসভায় ব্যাপক উন্নয়ন কাজ করেছেন। করোনাকালে তিনি সাধারণ মানুষের পাশে পাহাড় হয়ে অবস্থান করেছেন। খোঁজ খবর নিয়েছেন অসুস্থ্য লোকদের। সহায়তা করেছেন গরীব, অসহায় ও কর্মহীন হয়ে পড়া দিনমজুর, শ্রমিক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের। যে কারনে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।

তাছাড়া সাম্প্রতিক সময়ে অনিয়ম, দূর্নীতি নিয়ে নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল কাদের মির্জার আলোচিত বক্তব্য সাধারণ মানুষের মনে আশার সঞ্চার করায় তাঁর প্রতি সন্তুষ্ট সাধারণ ভোটাররা।

অপরদিকে দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকায় পৌরসভায় উন্নয়ন কর্মকান্ডে ভূমিকা না থাকায়, করোনাকালে উল্লেখযোগ্য অবদান না রাখায় এবং নামমাত্র ভোটের মাঠে অবস্থান বিএনপি প্রার্থীকে পিছিয়ে দিয়েছে অনেক দূর।

নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে নৌকা প্রতীকের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে এবং ধানের শীষের প্রতি আগ্রহ কমছে।

পৌরসভার সাধারণ ভোটার, রাজনৈতিক বিশ্লেষক এবং পেশাজীবি ও শ্রমজীবি সংগঠনের নেতৃবৃন্দের সাথে আলাপকালে একটি বিষয় নিশ্চিত হওয়া গেছে, আগামী ১৬ তারিখের নির্বাচনে নৌকার প্রার্থী আব্দুল কাদের মির্জা তার উন্নয়ন কর্মকান্ড, সুশাসন প্রতিষ্ঠা ও ব্যক্তিগত জনপ্রিয়তা দিয়ে নিশ্চিতভাবে জয় লাভ করতে যাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *