সোনাগাজী প্রতিনিধি :ফেনীর সোনাগাজী উপজেলার সদর ইউনিয়নস্থ ছাড়াইতকান্দি হোসাইনিয়া দাখিল মাদ্রাসার সুপার এ এস এম নুরুন্নবীর বিরুদ্ধে অনিয়ম, দুৃর্নীতি, ঔদ্ধত্তপুর্ন অাচরন ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় রোববার সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার বরাবরে অভিযোগ দায়ের করেন মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি গোলাম মাওলা।
অভিযোগ সুত্রে জানা যায়, গত ১১ ও ২৩ ফেব্রুয়ারি তারিখে সুপারকে পৃথক দুটি কারন দর্শানোর নোটিশ দেয় ম্যানেজিং কমিটি। ওই নোটিশ দ্বয়ের জবাব সম্পর্কে অালোচনা ও সিদ্বান্ত গ্রহনের জন্য গত ১ এপ্রিল কমিটির সভা অাহ্বান করা হয়। তিনি প্রবিধানের অযুহাত দেখিয়ে কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন তুলে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। এছাড়া সুপারের বিরুদ্ধে মাদ্রাসার ফান্ডের অার্থিক অনিয়ম, অর্থ অাত্নসাৎ, প্রতারনা, জালিয়াতি, পরিচালনা কমিটির সিদ্বান্ত পালনে অনিহা সহ অসংখ্য অভিযোগ রয়েছে। জামায়াত সমর্থীত হওয়ায়, ভাষা দিবসে সরকারী বিধি অনুযায়ী কর্মসুচী পালন না করে মাদ্রাসা ছুটি ঘোষনা করেছিল। এঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাকে শোকজ করেছিলেন। এর অাগে তার বিরুদ্ধে মাদ্রাসার মহিলা শিক্ষিকার শ্লীনতাহানীর অভিযোগ ছিল।
অনিয়মের বিষয়ে জানতে চাইলে, সুপার নুরুন্নবী জানান, ব্যাক্তিগত দ্বন্ধের কারনে সভাপতি তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছে।
ছাড়াইতকান্দি মাদ্রাসা সুপার নবীর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ
