বিএমএসএফ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাফরকে সংবর্ধনা

ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি নাগরিক ফোরামের উদ্যোগে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর কে ৪র্থ বারের মত বিএমএসএফএর সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সম্বর্ধনা প্রদান করা হয়। বুধবার সন্ধ্যায় ঝালকাঠি পৌরসভার একটি কমিনিউনিটি সেন্টারে ঝালকাঠি নাগরিক ফোরামের সভাপতি সামসুল হক মনুর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে ঝালকাঠি নাগরিক ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর তার বক্তৃতায় বলেন, রাক্ষুসে সাংবাদিক, অপসাংবাদিক ও হলুদ সাংবাদিকরোধে সরকারকে সাংবাদিক নীতিমানা প্রণয়ন করতে হবে। বিএমএসএফ ঘোষিত ১৪ দফা দাবী বাস্তবায়ন হলে দেশে সুস্থ ধারার সাংবাদিকতা ফিরে আসবে এবং সাংবাদিক নির্যাতন বন্ধ হবে।

এ সময় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএমএসএফ সাংগঠনিক সম্পাদক এনামুল কবির সোহেল, কেন্দ্রীয় সহ আইটি সম্পাদক ও জেলা শাখার সম্পাদক প্রভাষক রিয়াজুল ইসলাম বাচ্চু, , ঝালকাঠি নাগরিক ফোরামের সহ সভাপতি আবু সাঈদ খান, কবি এমএ মুসা, আবু বকর সিকদার, সৈয়দ দেলোয়ার হোসেন, মোসলেম আলী সিকদার, যুগ্ম সাধারণ ডা: জহিরুল ইসলাম বাদল, সদস্য জয়িতা নারী মাহামুদা আক্তার প্রমুখ।

এ সময় ঝালকাঠি নাগরিক ফোরামের পক্ষ হতে আহমেদ আবু জাফরকে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানান ঝালকাঠি নাগরিক ফোরামের সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *