পরশুরাম উপজেলা প্রশাসন ও নজরুল একাডেমির উদ্যোগে সাংস্কৃতিক কর্মীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

পরশুরাম প্রতিনিধি:
বর্তমানে চলছে শৈত্যপ্রবাহ। সকাল থেকেই ঘন কুয়াশায় সূর্যের মুখ দেখা যাচ্ছে না। সঙ্গে যুক্ত হয়েছে কনকনে ঠান্ডা বাতাস। তীব্র শীতে পরশুরামের মানুষের জনজীবন স্থবির। শীতে দুর্ভোগ বেড়েছে সব শ্রেনী পেশার মানুষের।

তাই মুজিববর্ষ উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রদত্ত উপহার নজরুল একাডেমির ৫০ জন সাংস্কৃতিক কর্মীদের মাঝে বিতরণ করেছেন পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াছমিন আকতার।

নজরুল একাডেমির উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় বৃহস্পতিবার (৩১ডিসেম্বর) দুপুরে উপজেলা মিলনায়তনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াছমিন আকতার।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলার প্রবীণ সাংস্কৃতিক ব্যাক্তিবর্গ, নজরুল একাডেমির সংগীত, নৃত্য, আবৃত্তি, চিত্রাংকন, সুন্দর হাতের লেখার প্রশিক্ষক সহ সংগীত ও নৃত্যশিল্পীরা।

প্রধান অতিথি বলেন শীতে চরম ভোগান্তিতে হতদরিদ্ররা। মানুষের পাশে দাঁড়ানোর সময় এখনই। শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সরকারের পাশাপাশি বিত্তবানদের পতি আহবায়ন জানান ইউএনও।

জানা যায় উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় পরশুরাম উপজেলার ৫০জন সাংস্কৃতিক কর্মীর মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *