মুহাম্মদ কাইসার হামিদ, কিশোরগঞ্জ :
দ্বিতীয় ধাপে পৌর নির্বাচনের তফসিল অনুযায়ী রোববার (২০ডিসেম্বর) শেষ দিন কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌর নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উছমানপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ হাসান সারওয়ার মহসিন মনোনয়নপত্র দাখিল করেছেন।
তিনি রোববার বিকাল সাড়ে ৩টার দিকে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শফিকুল ইসলামের নিটক আনুষ্ঠানিক ভাবে এ মনোনয়নপত্র দাখিল করেন।
এ সময় তার সাথে ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র ইমতিয়াজ বিন মুসা জিসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইয়াছির মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল হোসেন লিটন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব মো. জিল্লুর রহমান ও তরুণ সমাজ সেবক সৈয়দ মাহবুব আতিক রিদম।