কুলিয়ারচর প্রতিনিধি :
আসন্ন পৌরসভা নির্বাচনের কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরসভার ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের প্রার্থী হিসেবে শুক্রবার(১৮ডিসেম্বর) দুপুর ১২.১২ ঘটিকার সময় উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম বরাবর মনোনয়ন পত্র দাখিল করেন সাংবাদিক ফারজানা আক্তার।
উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম আজ বেলা ০১.১০ মিনিটে জানান,এ পর্যন্ত মোট ৫৭ জন প্রার্থী মনোনয়ন পত্র গ্রহন করেন।এবং সংরক্ষিত আসনের ৫ জন, সাধারন কাউন্সিল আসনের ১৬ জন মোট ২১ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন।২০ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত মনোনয়ন পত্র দাখিল করা যাবে।এবং ২২ ডিসেম্বর জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার কার্যালয়ে মনোনয়ন পত্র বাচাই করা হবে।তিনি আরও বলেন উৎসব মুখর ভাবে স্বাস্থ্য বিধি মেনে প্রার্থী, প্রস্থাবকারী ও সমর্থনকারী সহ দু চারজনকে মনোনয়ন পত্র জমাদানের জন্য নির্দেশনা দিয়ে আসছি।
১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের প্রার্থী ফারজানা আক্তার তার বক্তব্যে বলেন,আমি ৪ বছর যাবৎ উদ্যোক্তা হিসেবে কাজ করে “ফারজানা সেলাই ট্রেনিং সেন্টার” এ অসহায় ও বেকার মহিলাদের বিনামূল্যে বিভিন্ন ধরনের ট্রেনিং দিয়ে এবং আমার “ফারজানা ফ্যাশন গার্মেন্টস “নামে মিনি গার্মেন্টসে কাজে নিয়োগ দিয়ে আত্মনির্ভরশীল করে আসছি।
পাশাপাশি একজন সাংবাদিক ও মানবাধিকার কর্মী হিসেবে অসহায়, নিপিড়ীত ও নির্যাতিত মানুষের পাশে থেকে অন্যায় ও দূর্নিতীর বিরুদ্ধে কাজ করে যাচ্ছি। সংরক্ষিত আসনের প্রার্থী নিবাচিত হলে যেন সর্বাত্তকভাবে জনগনের সহযোগিতা করে এলাকার উন্নয়ন,অন্যায়, অত্যাচার, মাদক,নারী নির্যাতন বন্ধ করে, জনগনের অধিকার আদায়ে জনসেবা করতে পারি ১,২,৩ নং ওয়ার্ডের জনগণের কাছে আমি এই সহযোগিতা কামনা করি।