ঢাকা মহানগর যুবলীগ সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ আটক | বাংলারদর্পন

নিজস্ব প্রতিবেদকঃ
রাজধানীর গুলশান-২ এর বাড়ি থেকে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানা গেছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে তার বাসায় র‌্যাবের অভিযানের সময় নিজ বাড়িতেই ছিলেন।

খালেদের বাসার পাশাপাশি রাজধানীর মতিঝিলের ফকিরাপুল এলাকায় তার মালিকানাধীন অবৈধ ক্যাসিনো ‘ইয়াং ম্যান্স ক্লাবেও’ অভিযান পরিচালিত হয়।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল সারোয়ার বিন কাশেম ভোরের কাগজকে বিষয়টি নিশ্চিত করে বলেছেন, বিকেল ৫টার দিকে অভিযান শুরু হয়। পরে ওই ক্যাসিনো থেকে ১৪২ জনকে আটক করা হয়েছে।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *