খুলনার কয়রা সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক সুভাষকে দেখতে গেলেন এমপি বাবু

শেখ সিরাজউদ্দৌলা লিংকন, কয়রা :
খুলনার কয়রায় সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক সুভাষ দত্তকে দেখতে গেলেন খুলনা ৬আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো: আক্তারুজ্জামান বাবু।

বৃহস্পতিবার বেলা বারোটার দিকে উপজেলা সদরের মদিনাবাদ গ্রামে সাংবাদিকের বাড়িতে যান তিনি।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান জি এম মোহসীন রেজা, উপজেলা যুবলীগ সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান অ্যাড. কমলেস সানা, কয়রা থানার ওসি মো রবিউল হোসেন, কয়রা প্রেসক্লাব সভাপতি সরদার হারুন-অর রশিদ,আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান সরদার নুরুল ইসলাম,

ইউপি চেয়ারম্যান এইস এম হুমায়ুন কবির, আওয়ামী লীগ নেতা ও সুন্দরবন বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাইরুল আলম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন মাসুম, উপজেলা ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম টিংকু, সাধারণ সম্পাদক আমিনুল হক বাদল সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এ সময় এমপি আহত সাংবাদিকের চিকিৎসার খোঁজখবর নেন এবং আরো উন্নত চিকিৎসার জন্য সহযোগিতার আশ্বাসসহ সন্ত্রাসী বাহিনী টির দৃষ্টান্তমূলক শাস্তির ব্যাপারে প্রশাসনকে অবহিত করেন।

উল্লেখ্য গত ৩ডিসেম্বর পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে কয়রা বাসস্ট্যান্ডে চিহ্নিত সন্ত্রাসী জাহাঙ্গীর বাহিনীর হামলার শিকার হয়ে মুমূর্ষ অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়িতে এলে তাকে দেখতে এবং তার চিকিৎসার খোঁজখবর নিতে এমপি সহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা তার বাড়িতে যান।
বাংলারদর্পণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *