গিয়াস উদ্দিন রনি, নোয়াখালী-
নোয়াখালীতে ২৪তম বিসিএস পুলিশের পক্ষে অসহায় ছিন্নমূল শীতার্ত নারী, পুরুষ ও শিশুর মাঝে গভীর রাতে কম্বল বিতরণ করেন জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন।
পুলিশ সুপার আলমগীর হোসেন নোয়াখালী রেল স্টেশন, মাইজদী কোর্ট ও চৌমুহনী রেল স্টেশনে বুধবার গভীর রাতে এ কম্বল বিতরনণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা সিভিল সার্জন মাসুম ইফতেখার, জেলা সিআইডি পুলিশ সুপার বশির আহমেদ, সুধারম মডেল থানার অফিসার ইনচার্জ মো.সাহেদ উদ্দিন, বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান শিকদার।
পুলিশ সুপার বলেন, যারা ছিন্নমূল, শীতে কষ্ট পাচ্ছে, শীত নিবারণ করার সামর্থ নেই , তাদের মাঝে আমরা কম্বল বিতরণ করেছি।