কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে সম্ভাব্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী মো: মজিবর রহমানের পক্ষে অালোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ১৩ ডিসেম্বর রাত সাড়ে সাতটায় ফুলবাড়ী উপজেলার ৪নং বড়ভিটা ইউনিয়নের পশ্চিম নওদাবস সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অায়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন রতি কান্ত রায়।
শাহানুর রহমান(শাহিন) এর সভাপতিত্বে বক্তব্য রাখেন এনামুল হক বসুনিয়া(শিক্ষক),অানোয়ার অালী , মাসুদ রানা, শহিদুল ইসলাম, শাহদাত হোসেন, এমদাদুল হক বসুনিয়া, রাধা কান্ত রায়, সুনীল চন্দ্র রায় প্রমুখ।
বক্তারা বলেন অাসন্ন ৪নং বড়ভিটা ইউনিয়ন বাসীর সার্বিক উন্নয়ের জন্য চেয়ারম্যান প্রার্থী হিসাবে মজিবর রহমানকে দেখতে চাই। দীর্ঘ প্রায় ২৫ বছর থেকে তিনি সচ্ছতার সাথে ইউপি সদস্য হিসাবে দায়িত্ব পালন করে অাসছেন এবং এলাকায় বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ডে সহযোগীতা করে অাসছেন।
তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের সর্বস্তরের জনগণের সার্বিক উন্নয়নের আশা ব্যক্ত করেন বক্তারা।