ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটির প্রথম সভা অনুষ্ঠিত

ঝালকাঠি প্রতিবেদক:
ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটির নবগঠিত কমিটির ১ম সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫নভেম্বর (রবিবার) সন্ধ্যা ৭টায় সংগঠনের কার্যালয় এ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আসিফ মানিক সিকদার ও সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এজিএম মিজানুর রহমান।

সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সাংবাদিক নেতা প্রভাষক রিয়াজুল ইসলাম ইসলাম বাচ্চু। সভায় ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটির আইটি বিষয়ক সম্পাদক ইমাম হোসেন বিমানের মায়ের মৃত্যু ও উপদেষ্টা এডভোকেট খান সাইফুল্লাহ পনিরের ভাই শাহনেওয়াজের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয় এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।

পরে এক মিনিট নিরবতা পালন করে শোক জ্ঞাপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক একেএম মঞ্জুরুল হক, রিয়াজ খান অশ্রু, সাইদুল ইসলাম (বাবু), শিহাব উদ্দিন মোঃ রিয়াজ, অমিত কংস বনিক, এইচ এম আল আমীন, সুমন সমাদ্দার প্রমুখ। সভায় অপশক্তির মোকাবেলার জন্য সবাই অঙ্গীকারবদ্ধ হয়ে সকলে একযোগে কাজ করার প্রতিশ্রুতি প্রদান করেন। অপসাংবাদিকদের এবং ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সবাই রুখে দাঁড়াবেন বলে প্রতিজ্ঞা করা হয়। সংগঠনের সভাপতি ও সম্পাদক সদস্যদের কিছু অতি গোপনীয় প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন যাহা রিপোর্টার্স ইউনিটির ভবিষ্যত উজ্জ্বল হবে। প্রয়োজনীয় আলাপ-আলোচনা শেষে সভাপতি সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *