রামগড়ে জাতীয় পার্টির সম্মেলন : সভাপতি-সম্পাদক ছাড়া আংশিক কমিটি ঘোষণা

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ির রামগড় উপজেলা শাখার বাংলাদেশ জাতীয় পার্টির দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়, আজ (শনিবার) সকাল ১১ হতে দুপুর দুইটা পর্যন্ত স্থানীয় শিল্পী কমিউনিটি সেন্টারে রামগড় উপজেলার সাবেক সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখে খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনিন্দ্রলাল ত্রিপুরা,

কাউন্সিল অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্য রাখে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার খোরশেদ আলম, প্রকৌশলী বাবু কেশবলাল দে সদস্য সচিব খাগড়াছড়ি জেলা শাখা, শাহাজ উদ্দিন প্রধান উপদেষ্টার খাগড়াছড়ি জেলা শাখা, মোঃ আবুল হোসেন উপদেষ্টা খাগড়াছড়ি জেলা শাখা, মোঃ ফিরোজ আহাম্মদ যুগ্ন আহবায়ক খাগড়াছড়ি জেলা শাখা, মোহাম্মদ শহীদুল্লাহ যুগ্ম-আহ্বায়ক খাগড়াছড়ি জেলা শাখা, মোঃ আমিনুল হক যুগ্ম আহ্বায়ক খাগড়াছড়ি জেলা শাখা, আবুল কাশেম যুগ্ম সদস্য সচিব খাগড়াছড়ি জেলা শাখা স্বাগত বক্তব্য রাখেন জাফর আহমদ সাবেক সাধারন সম্পাদক রামগড় উপজেলা শাখা ও অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ নজরুল ইসলাম সদস্য খাগড়াছড়ি জেলা শাখা।

প্রধান অতিথির বক্তব্য শেষ পর্যায়ে কমিটি ঘোষণা কাল উপস্থিত একাংশ নির্বাচন দাবি করে একপর্যায়ে প্রধান অতিথি উপস্থিত ভোটাভুটির মাধ্যমে কমিটি নির্বাচন করেও সভাপতির সম্পাদকের নাম ঘোষণা করা হয়নি, সহ-সভাপতি সহসাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক একক প্রার্থী থাকায় তাদের নাম ঘোষণা করেন ।

সর্বশেষ এক সপ্তাহের মধ্যে জেলা হতে সভাপতি-সম্পাদকের নাম ঘোষণা করা হবে বলে জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *