ফারজানা আক্তার, কুলিয়ারচর, :
“জাতি ধরম ও দল নির্বিশেষে, রক্ত দিব হেসে” এ প্রতিপাদ্যকে সামনে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার শহীদ সেলিম স্মৃতি সংসদ প্রাঙ্গনে “স্বেচ্ছায় রক্তদান সংগঠন” এর পক্ষ থেকে বিনামুল্যে রক্তের গ্রুপ নির্নয় ও রক্তদান সচেতনতা ক্যাম্প এবং আলোচনা সভা ২০২০ অনুষ্ঠিত হয়।
কুলিয়ারচর প্রবাসী সম্প্রীতি ফোরাম এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়াৎ ফেরদৌসী।
এ সময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাইদা খানম মুক্তা, পৌর এলাকার ৪নং ওয়ার্ডের কাউন্সিল আজাহার উদ্দিন লিটন, প্রবাসী সম্প্রীতি ফোরাম এর প্রতিনিধি হাজী মোঃচান মিয়া,স্বেচ্ছায় রক্তদান সংগঠনের সদস্য বৃন্দ, সাংবাদিক বৃন্দ এবং সাধারন জনগন।