বেগমগঞ্জে বিএনপির নির্বাচিত চেয়ারম্যানকে আ’লীগের আহবায়ক করার প্রতিবাদ ও বিক্ষোভ

গিয়াস উদ্দিন রনি, নোয়াখালী-
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়ন আওয়ামীলীগের কমিটি ভেঙ্গে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত চেয়ারম্যান ব্যালট বাক্স ছিনতাই ও পুলিশের গাড়ী পোড়ানো মামলার আসামি হারুনুর রশিদ বাচ্চুকে আহবায়ক করে নতুন কমিটি ঘোষণা করার প্রতিবাদে সাবেক কমিটি বিক্ষোভ ও সমাবেশ করেছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার পন্ডিতবাজারে ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ে এ প্রতিবাদ সভা বিক্ষোভ সমাবেশ করে।

সমাবেশে বক্তব্য রাখেন বিগত কমিটির সভাপতি আমির হোসেন আবুল বাসার, সহসভাপতি মিজানুর রহমান খোকন, সাধারন সম্পাদক মোহাম্মদ উল্যাহ সেলিমসহ দলীয় নেতা-কর্মীরা।

বক্তারা বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ বাচ্চু ব্যালট বাক্স ছিনতাই ও পুলিশের গাড়ী পোড়ানো মামলার আসামি হাইব্রিড আওয়ামীলীগ ও বিতর্কিত জামায়াত বিএনপির লোকজনকে দিয়ে আহবায়ক কমিটি গঠন করায় তীব্র সমালোচনা করে উক্ত আহবায়ক কমিটিকে অবাঞ্চিত ঘোষণা করে দ্রুত তা বাতিলের দাবি জানান ।

প্রসঙ্গত , গত ৭ নভেম্বর নরোত্তমপুর ইউনিয়ন আওয়ামীলীগের কমিটি ভেঙ্গে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ বাচ্চুকে আহবায়ক কওে ২১ সদস্য বিশিষ্ট কমিটির ঘোষান দেন উপজেলা আওয়ামীলীগ কমিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *