কোম্পানীগঞ্জে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

গিয়াস উদ্দিন রনি, নোয়াখালী-
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলাশে আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার বসুরহাট বাজারে আনন্দ র‌্যালী পরবর্তী পৌরসভা হলরুমে আলোচনা সভা ও কেক কেটে এই প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন করা হয়।

উপজেলা যুবলীগের সভাপতি আজম পাশা চৌধুরী রুমেল’র সভাপতিত্বে ও বসুরহাট পৌরসভা যুবলীগের সভাপতি লুৎফুর রহমান মিন্টু ও সাধারণ সম্পাদক শামছুউদ্দিন নোমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোম্পানীগ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সাহাব উদ্দিন, প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন, বসুরহাট পৌরসভার মেয়র ও নোয়াখালী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবদুল কাদের মির্জা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান, সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরী।

এসময় আরো উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা আ’লীগের সহসভাপতি ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল, উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল হক নাজিম, বসুরহাট পৌরসভা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি এবিএম ছিদ্দিক, সাধারণ সম্পাদক আবুল খায়ের, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক গোলাম ছারোয়ার, উপজেলা ছাত্রলীগের সভাপতি নিজাম উদ্দিন মুন্না, সাধারণ সম্পাদক শাহ্ ফরহাদ লিংকন, পৌর ছাত্রলীগের সভাপতি আব্দুল আউয়াল মানিক , সাধারণ সম্পাদক জাকির হোসেন হৃদয় প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *