সংখ্যালঘু মন্ত্রনালয়, সুরক্ষা আইন ও নির্যাতন বন্ধের দাবীতে ফেনীতে বিক্ষোভ ও অবস্থান ধর্মঘট

ফেনী প্রতিনিধি :
সংখ্যালঘু মন্ত্রনালয়,সংখ্যালঘু,সুরক্ষা আইন ও সারাদেশে সংখ্যালঘু নির্যাতন বন্ধের দাবীতে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান ধর্মঘট করেছে ফেনী জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্ট্রান ঐক্য পরিষদ।

শনিবার দুপুরে ফেনী কলেজ রোড থেকে ভিক্ষোভ মিছিলটি বেরহয়ে শহরের প্রধান সড়ক ঘুরে ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কের জিরোপয়েণ্টে ঘন্টা ব্যাপি অবস্থান ধর্মঘট পালন করে।

জেলা ঐক্য পরিষদের আহবায়ক শুকদেব নাথ তপনের সভাপতিত্বে সদস্য সচিব শিবু প্রশাদ মজুমদারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, কেন্দ্রিয় কমিটির সভাপতি মন্ডলির সদস্য অ্যাডভোকেট প্রিয় রঞ্জন দত্ত, জেলা কমিটির যুগ্ন আহবায়ক অ্যাডভোকেট সমির চন্দ্র কর,অমল বিশ্বাস, জেলা পূজা কমিটির সাবেক সভাপতি অ্যাডভোকেট বিমল শীল,সহ-সভাপতি হীরালাল চক্রবর্তী ফেনী সদর ঐক্য পরিষদের সভাপতি লিটন সাহা, সাধারন সম্পাদক সাংবাদিক যতন মজুমদার ,পৌর ঐক্য পরিষদের সভাপতি রিপন সাহা, সাধারন সম্পাদক মাষ্টার অর্জুন নাথ,

সোনাগাজী উপজেলা কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট মানক চন্দ্র শর্ম্মা,সাধারন সম্পাদক জগবন্দু নাথ,পরশুরাম উপজেলা কমিটির সাধারন সম্পাক সুব্রত সাহা,দাঁগনভূঞা কমিটির সভাপতি নিতাই দাস,ফুলগাজী উপজেলা কমিটির সভাপতি পরিমল রায়,ছাগলনাইয়া কমিটির সভাপতি রতন দাশ, যুবঐক্যের সভাপতি সৌরভ সাহা,বাংলাদেশ সারদা অঞ্জলি ফোরামের সভাপতি বাবুল পাল,খৃষ্ট্রান এসোসিয়েশানের সভাপতি সুবির সরকার দিলু, বৌদ্ধ সমিতির সভাপতি বদন্ত প্রীতিরতœ ভিক্ষু প্রমুখ।

বক্তারা কুমিল্লা মুরাদ নগর,চট্টগ্রামের রাঙ্গুনিয়া,নাসির নগর ও দিনাজপুরের পারবতিপুরে সংখ্যালঘুদের উপর নির্যাতন,বিভিন্ন সমাবেশে ভিন্যধর্মের প্রতি কুটউক্তি,সংখ্যালঘু সুরক্ষা আইন,জাতীয় সংখ্যালঘু কমিশন ও অবিলম্বে সংখ্যালঘু মন্ত্রানালয় গঠন করে এ সকল নির্যাতনের সু-বিচার নিশ্চিতের দাবী করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *