চট্টগ্রাম ব্যুরো :
বন্দর নগরী চট্টগ্রামের পাহাড়তলী থানাধীন সিডিএ মার্কেট ০১ নং গেইটের সামনে কাজী মসজিদের বিপরীতে পাকা রাস্তার উপর বিশেষ অভিযান পরিচালনা করে ১১(এগার) কেজি ২০০(দুইশত) গ্রাম গাঁজা উদ্ধার; ০৩ আসামীকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ।
গ্রেফতারকৃত আসামী ১) শমছুল আলম@কান ফুরু(৩২), পিতা-মৃত আব্দুল আমিন, মাতা-সারি বানু, সাং-পুরান পাড়া, ফারুকিয়া জামে মসজিদের উত্তর পাশে, সাবরাং, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার, বর্তমানে-কে কে পাড়া, শ্মশান ঘাট রোড, কায়্যুকখালীপাড়া, ৩নং ওয়ার্ড, গ্রীন গার্ডেন হোটেলের পিছনে, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার, ২) মোঃ নজিমুল@নজিমুল্লাহ(২২), পিতা-মৃত মোঃ রহমত উল্লাহ@ রফিক উল্লাহ, মাতা-এলেমা খাতুন, সাং-কে কে পাড়া আলী বাড়ীর পাশে, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার, ৩) মোঃ রফিক(৩০), পিতা-মৃত মোঃ আব্দুল রহিম, মাতা-মৃত ছকিনা বেগম, সাং-কায়্যুকখালী পাড়া, আব্দুর রহিমের বাড়ী, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার।
২৫ নভেম্বর ২০১৭ ইং তারিখ ১২.৩০ ঘটিকায় মহানগর গোয়েন্দা বিভাগের এসআই/মোঃ রবিউল হক এর নেতৃত্বে এসআই/মোঃ মাহবুব আলম, এসআই/মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী, এসআই/মোহাম্মদ হুমায়ুন কবির, এএসআই/জুয়েল সিকদার ও সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে ে পাহাড়তলী থানাধীন সিডিএ মার্কেট ০১ নং গেইটের সামনে কাজী মসজিদের বিপরীতে পাকা রাস্তার উপর বিশেষ অভিযান পরিচালনা করে ছয়টি সাদা পলিথিন বাজার ব্যাগের ভিতরে রক্ষিত পলিথিন মোড়ানো অবস্থায় ১১(এগার) কেজি ২০০ গ্রাম গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ কুমিল্লা এলাকা হতে গাঁজা সংগ্রহ করিয়া চট্টগ্রাম মহানগর এলাকার বিভিন্ন স্থানে বেশি দামে বিক্রয় করিয়া আসিতেছিল বলিয়া স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পাহাড়তলী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।