ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ
ছাগলনাইয়া উপজেলার ৯ নং শুভপুর ইউনিয়নে আগামী ইউপি নির্বাচনে সংরক্ষিত নারী আসনে আলোচনায় মাহামুদা আক্তার লিজা। উল্লেখ্য যে,তিনি ১৯৯১ সালে জয়পুর সরোজিনী উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.সি এবং ছাগলনাইয়া সরকারী কলেজ থেকে ১৯৯৪ সালে এইচ এস সি পাশ করেন।
মাহমুদা আক্তার ২০০০ সাল থেকে কৃষি শ্রমিক অধিকার আদায়ের সংগ্রামে “কর্মজীবি নারী” সংগঠনের সাথে জড়িয়ে পড়েন এবং ফেনী জেলার সমন্বয়ক হিসেবে এখন পর্যন্ত দায়িত্ব পালন করছে। পাশাপাশি তিনি ২০০১ সালে জাসদের রাজনীতির সাথে জড়িত হোন।
২০০১-২০০৫ ইং পর্যন্ত ২ নং ওয়ার্ড জাসদের সভাপতি,২০০৬ – ২০১০ পর্যন্ত ইউনিয়ন জাসদের মহিলা বিষায়ক সম্পাদক, ২০১১-২০১৫ পর্যন্ত ছাগলনাইয়া উপজেলা জাসদের মহিলা বিষায়ক সম্পাদক এবং জেলা জাসদের সদস্য ছিলেন। বর্তমানে তিনি ছাগলনাইয়া উপজেরা জাসদের সহ-সভাপতি এবং জেলা জাসদের সমবায় বিষায়ক সম্পাদক হিসেবে দায়িত্বে আছেন।
এছাড়া তিনি নারীর স্বাধীনতা এবং নারী নির্যাতনের বিরুদ্ধে দূর্বার আন্দোলনের জন্য ২০১৭ সালে উপজেলা,জেলা এবং চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ ‘জয়িতা’ পদকে ভূষিত হোন। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাসদ থেকে মনোনয়ন নিয়ে ৯নং শুভপুর ইউনিয়নের ১,২,৩ আসনে সংরক্ষিত নারী প্রার্থী হতে চান।
আমাদের প্রতিনিধি তার কাছে তার আগামী দিনে সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হয়ে কি করতে চান সেই অনুভূতি জানতে চাইলে তিনি জানান, আমি আগামী দিনগুলো আমার ওয়ার্ডের জনগণের খেদমত করতে চাই।নারী নির্যাতন, বাল্য বিবাহ, নারী শিক্ষার উন্নতি,যৌতুক মুক্ত সমাজ নির্মাণ করতে চাই।
তার পাশাপাশি শোষন মুক্ত সমাজ এবং জাতীর জনকের সোনার বাংলা তৈরীতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে শিরিন আখতার এমপির অনুপ্রেরনায় নারী-পুরুষ একহয়ে আগামির ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সহযোগীতা করতে চাই।