অাবদুল্যাহ রিয়েল :
ফেনীতে ঝড়ো বাতাসের সাথে ভারী শিলার বর্ষণ হয়েছে। মঙ্গলবার (০৭ মার্চ) দুপুর ২ টা থেকে ফেনী সদর উপজেলার পৌর শহর, ছনুয়া, ফরহাদ নগরসহ বিভিন্ন এলাকা ও সোনাগাজীতে ঝড়ো বাতাসের সাথে এ শিলা বর্ষণ হয়।
শিলা বর্ষণে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন জেলা কৃষি সম্প্রসারণ অফিস। ফেনী জেলা কৃষি সম্প্রসারণ অফিসের উপ-সহকারী কৃষি অফিসার মিঠুন বৌমিক জানান, অসমেয়র এ শিলা বৃষ্টিতে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হবে বোরোর আবাদ।
সোনাগাজীর কয়েকটি সিএনজি অটোরিক্সার গ্লাস ভাঙ্গার খবর পাওয়া গেছে।
অন্য দিকে সবজিরও ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে, এখোনো মাঠে ৬’শ হেক্টর জমির সবজির ফসল উঠার বাকি রয়েছে। ভারী এ শিলার বর্ষণে ক্ষতির সমুক্ষীন হবে এসব সবজি। সবজির মধ্যে রয়েছে শষা, খিরা, লাউ, মিষ্টি কুমড়া,বেগুনসহ নানা ধরনের রবিশস্য।
এছাড়া সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হবে আমের ফসল। যেসব গাছের মুকুলে গুটি এসেছে তা ঝরে যাবে নয় নষ্ট হয়ে যাবে।
ফেনী জেলা আবহাওয়া অফিসের কর্মকর্তা আবদুল কাদের জানান,বৃষ্টির পরিমাণ বেশী না হলেও শিলার ভারী বর্ষণ হয়েছে। যার কারণে ফসলের ক্ষতি হতে পারে।