বাহার উল্লাহ বাহার :
সোনাগাজীর আমিরাবাদ ইউনিয়নের চর লামছি বাংলা বাজার( কমান্ডার বাজার) ইসলামীয়া দাখিল মাদরাসা ১৯৭৫ ইং সালে প্রতিষ্ঠিত হলেও আজও এমপিও ভুক্তোর আওতায় আসেনি। ব্যক্তি মালিকানায় মাদরাসার একটি মাত্র টিনের ঘরে চলছে খুড়িয়ে খুড়িয়ে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম। বর্তমানে প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত প্রায় আড়াই শ’র অধিক শিক্ষার্থী ওই মাদরাসায় লেখা-পড়া করে আসছেন।
উক্ত মাদরাসার সুপারিন্টেন্ডেন্ট মাওলানা হাফিজুর রহমান বলেন,চরলামছি বাংলা বাজার মাদরাসাটি অতি প্রাচীন হলেও আজও সরকারী কোন সুযোগ সুবিধা আমরা পাইনি। আমাদের মাদরাসার চেয়ে আরো অনেক দেরীতে প্রতিষ্ঠা লাভ করেও ওই সকল প্রতিষ্ঠান এমপিও করনের আওতায় এসেছে কিন্তু আমাদের প্রতিষ্ঠান আজও তা অর্জন করতে পারেনি।
মাদরাসার পরিচালনা পর্ষদ সভাপতি হাজী আবদুল কুদ্দুস বলেন, সোনাগাজীতে চরলামছি বাংলা বাজার (কমান্ডার বাজার) ইসলামীয়া দাখিল মাদরাসাটি অবহেলিত অবস্থায় পড়ে আছে।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী, শিক্ষা সচিব, ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি, ফেনী – ৩ সোনাগাজী – দাগন ভূইয়া আসনের সাংসদ লেঃ জেনারেল মাসুদ উদ্দীন চৌধুরী, জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজ্জামানসহ সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করছেন।
উল্লেখ্য চরলামছি বাংলা বাজার (কমান্ডার বাজার) ইসলামীয়া দাখিল মাদরাসাটি উক্ত প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ সভাপতি হাজী আবদুল কুদ্দুস এর ভাই মোঃ মাহবুবুল হক সাহেব এর আর্থিক পৃষ্ঠপোষকতায় এই পর্যন্ত হাটি হাটি পা পা করে এগিয়ে এসেছে।
শুধু তাই নয়, তার সার্বিক সহযোগিতায় আমিরাবাদের চর লামছি বাজার (কমান্ডার বাজার) রাসুলুল্লাহ (সাঃ) কেন্দ্রীয় জামে মসজিদ, আকরাম আলী ভূইয়া জামে মসজিদ ও বায়তুশ শরীফ জামে মসজিদ তিনটি মসজিদের সকল প্রকার পৃষ্ঠপোষকতা করে আসছেন।
তিনি একাধারে একজন সমাজসেবক, সমাজের সুবিধাবঞ্চিত, হতদরিদ্র, অসহায় মানুষের কল্যাণে সর্বদায় কাজ করে যাচ্ছেন। তিনি বিভিন্ন সময় মাদরাসার অসহায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদেরকে ড্রেস এবং বিভিন্ন প্রকার শিক্ষা সামগ্রী বিতরণ করে আসছেন।
আমিরাবাদ ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও চরলামছি বাংলা বাজার (কমান্ডার বাজার) ইসলামীয়া দাখিল মাদরাসার পরিচালনা পর্ষদের কোষাধ্যক্ষ মোঃ কামাল উদ্দীন বলেন,মাদরাসাটি দীর্ঘ ১৯৭৫ ইং সালে প্রতিষ্ঠিত হলেও আজও সরকারী কোন সুযোগ সুবিধা আমরা পাইনি, মাদরাসার প্রতিষ্ঠাতা এবং পৃষ্ঠপোষক জনাব মোঃ মাহবুবুল হক সাহেব এর আন্তরিক প্রচেষ্টা ও সার্বিক সহযোগিতায় এত দূর এগিয়ে এসেছে এবং এলাকাটিতে দ্বীনি শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে আসছে।
উক্ত মাদরাসায় শিক্ষার্থীদের থেকে কোন প্রকার বেতন নেয়া হয়না। বিনা বেতনে ওই মাদরাসার শিক্ষার্থীরা লেখা- পড়ার সুযোগ সুবিধা পাচ্ছেন।
ফেনী – ৩ আসনের সাংসদ লেঃ জেনারেল মাসুদ উদ্দীন চৌধুরী সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর চরলামছি বাংলা বাজার ( কমান্ডার বাজার) ইসলামীয়া দাখিল মাদরাসার পক্ষ থেকে বিশাল সংবর্ধনা ‘ র আয়োজন করা হয়েছিল এবং মাদরাসা পরিচালনা পর্ষদ সহ এলাকাবাসী সাংসদ মাসুদ উদ্দীন চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানান।
ওই সময় এলজিইডির প্রকল্প পরিচালক, সোনাগাজীর কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আমিনুর রসিদ মাসুদ চৌধুরী সাহেব ওই সংবর্ধনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানটি এমপিওভূক্ত না হওয়ার কারনে এমপি মহোদয়ের পক্ষ থেকে ও কোন সুযোগ সুবিধা এখনও পায়নি। কর্তৃপক্ষ আশা করছেন আগামীতে সকলের সুদৃষ্টি এই প্রতিষ্ঠানে পড়বে বলে মনে করেন। বাংলারদর্পণ