সোনাগাজীতে পাউবোর ১০একর ভুমি দখলমুক্ত | বাংলারদর্পণ

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি :
ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ও সদর ইউনিয়নে সড়কের পাশে পানি উন্নয়ন বোর্ড-পাউবোর ভুমি দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। মঙ্গলবার দিনব্যাপি উক্ত অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাছলিমা শিরিন, পাউবো ফেনীর এসডিই মো. নুরুন্নবী ও এসই নুরুল আবছার ।

অভিযানে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আবদুল্লাহ রিংকু ও মামুনুর রশিদ মামুন বলেন, আমরা ইজারা নিয়ে দোকান পাট নির্মান করেছি। করোনাকালে হঠাৎ এ অভিযানে আমরা সহস্রাধিক ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছি।

এসডিই নুরুন্নবী জানান, এক মাস পুর্বে পাউবোর পক্ষ থেকে সকল দখলদারদের নোটিশ করা হয়েছিল । অনেকে স্বেচ্ছায় স্থাপনা সরিয়ে নিয়েছে। যারা ইমারত নির্মান করেছে তারা সরাতে পারেনি।

মঙ্গলবার একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে উপজেলার সোনাপুর, বাদামতলি ও মুহুরী রেগুলেটর এলাকায় স্কেভেটর দিয়ে ১৮৫টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এতে প্রায় ১০ একর ভুমি দখল মুক্ত হয়েছে। যার বাজার মুল্য প্রায় ৫কোটি টাকা।

তিনি আরও জানান, অভিযান অব্যাহত থাকবে। ইজারা ও ব্যাবসায়ীদের ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়ে তিনি বলেন, অনেকে ইজারা নিয়েছিল । কেউ কেউ শর্ত ভঙ্গ করেছে আবার অনেকের ইজারার মেয়াদ শেষ হয়েছে।

সৈয়দ মনির আহমদ, বাংলারদর্পণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *