ফরিদপুর:
ফরিদপুর র্যাব ৮ কম্পানীর কমান্ডার মোঃ রইজ উদ্দিন জানান, রাত ১০টা থেকে গোয়ালন্দ মোড়ে একটি বিশেষ টিম বিভিন্ন পরিবহনে তল্লাশি চালায়। এ সময় ফরিদুপর থেকে ছেড়ে আসা একটি বাসে পুলিশের পোশাক পড়া একজন এসআই বসে আছেন তাকে সন্দেহ হলে জিঙ্গাসাবাদ করা হলে স্বীকার করেন যে সে ভুয়া পুলিশ।
পরে তাকে আটক করা হয়। আটককৃত ভুয়া পুলিশ রাজু মোল্লা পুলিশে চাকুরী দেওয়ার নাম করে টাকা পয়সা হাতিয়ে নেই।
রাজু মোল্লা বর্তমানে ফরিদপুর ঝিলটুলি এলাকায় বসবাস করে। তার বাড়ি গোয়ালন্দ উপজেলার জামতলা এলাকায়।