নোয়াখালীতে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড

গিয়াস উদ্দিন রনি, নোয়াখালী-
নোয়াখালীর সোনাইমুড়ীর চাটখিল সড়কে অবৈধ ভাবে বিক্রয়ের জন্য মাদক রাখার অভিযোগে আবুল বাসার বাবুল নামে একজনকে যাবজ্জীবন কারাদন্ড ও পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদন্ড দিয়েছে আদালত।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে নোয়াখালী স্পেশাল জজ আদালতের বিজ্ঞ বিচারক সফিকুল ইসলাম এ রায় দেন।

মামলা সূত্রে জানা যায়, সোনাইমুড়ী চাটখিল সড়কে বড় মসজিদের দক্ষিণ পূর্ব পাশের রাস্তার উপর যাত্রী সেবা পরিবহন থামিয়ে ২০০৯ সালের ২৭শে অক্টোবর আসামী আবুল বাসার বাবুল থেকে প্লাস্টিকের ব্যাগে কামিজ মোড়ানো অবস্থায় তিনটি ব্যাগে ৩৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করে সোনাইমুড়ী থানার পুলিশ। ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অবৈধ মাদকদ্রব্য ও আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল বিক্রয়ের জন্য হেফাজতে রাখার দায়ে বিজ্ঞ আদালত আসামির অনুপস্থিতে এ রায় দেন।

অভিযুক্ত আবুল বাসার বাবুল জামিনে মুক্ত হয়ে পালিয়ে যায়। রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট এমদাদ হোসেন কৈশোর এপিপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *