ফেনী নদীতে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু

ফেনী’ প্রতিনিধি :
ছোট ফেনী নদী থেকে মো.নাজিম উদ্দিন (৩২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে ডুবুরি দল। সোমবার(২৬ অক্টোবর)সকালে নিখোঁজ হওয়ার পর বিকাল ৩ টার দিকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।

ফেনী সদর উপজেলার ফরহাদনগরে ফরহাদ নগর ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন টিপু জানান, সকালে ওই ইউপির সুলতানপুর গ্রামের ইউসুফ মেম্বারের ছোট ভাই নাজিম বড়শি দিয়ে নদীতে মাছ ধরছিলেন।

এ সময় অসর্তকতাবশত তিনি নদীতে পড়ে স্রোতে ভেসে যান। দীর্ঘক্ষন স্থানীয়রা নদীতে তাকে খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়।

ফেনী ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তিন ঘন্টা যাবত প্রচেষ্টার পর নদী থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *