রামগড়ে পুজামন্ডপ পরিদর্শনে পার্বত্য জেলা চেয়ারম্যান, সদস্য ও মেয়র

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি :
আজ (শনিবার) সন্ধ্যা ৬টায় রামগড় শ্রীশ্রী দক্ষিণেশ্বরী কালিবাড়িস্থ দূর্গাপূজার মন্ডপ পরিদর্শন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, সন্ধ্যা ৭টায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য মংশেপ্রু চৌধুরী অপু ও জুয়েল চাকমা সর্বশেষ রাত আটটায় রামগড় পৌরসভার মেয়র মোহাম্মদ শাহজাহান কাজী রিপন।

পুজামন্ডপ পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী, খাগড়াছড়ি সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আকতার, রামগড় থানার অফিসার ইনচার্জ মোঃ সামসুজ্জামান, রামগড় উপজেলা আওয়ামীলীগের সা.সম্পাদক মোঃ আলমগীর হোসেন,

পৌর আওয়ামীলীগের সভাপতি রফিকুল আলম কামাল ও সা.সম্পাদক আব্দুল কাদের সহ আওয়ামী লীগ এর বিভিন্ন স্তরের নেতা-কর্মিবৃন্দ, শ্রীশ্রী দক্ষিণেশ্বরী কালীবাড়ী পরিচালনা পরিষদের সভাপতি শ্যামল রুদ্র- সম্পাদক প্রমোদ বিহারী নাথ প্রমুখ।

পরিদর্শন শেষে তাহারা মন্দির পরিচালনা পরিষদের সভাপতি ও সম্পাদক এর নিকট মন্দিরের উন্নয়নের জন্য নগদ অর্থ প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *