সোনাগাজী :
ফেনীর সোনাগাজীতে ️ধর্ষণের ঘটনায় অন্যদেরকে ফাঁসানোর চেষ্টা করে গতরাতে আরিফুল ইসলাম সাকিব নিজেই ধর্ষন মামলায় গ্রেফতার হয়েছে !
সে উপজেলার পুর্ব সুজাপুর গ্রামের সারেং বাড়ীর আবুল কাশেমের ছেলে। এর আগেও ফেনীর একটি হোটেলে এক গৃহবধু সহ আটক হয়েছিল সাকিব।
সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বাংলারদর্পনকে জানান, দীর্ঘদিন যাবত নানান প্রলোভনে ওই স্কুল ছাত্রীকে ধর্ষন করে আসছিল সাকিব। গতরাতে নিজেকে রক্ষার্থে অন্যের নামে মামলা দেয়ার জন্য ধর্ষীতাকে বাধ্য করে।
তবে থানায় এসে বিস্তারিত অবহিত করে এবং সাকিবের বিরুদ্ধে মামলা দায়ের করে। রাতেই তাকে বাড়ী গ্রেপ্তার করা হয়।
আজ সকালে আদালতে সোপর্দ করে রিমান্ড আবেদন করা হবে । এবং শারীরিক পরীক্ষা শেষে ভিকটিমকে ২২ ধারায় জবানবন্দি দেয়ার জন্য আদালতে নেয়া হবে ।
বাংলারদর্পণ