জহিরুল ইসলাম জাহাঙ্গীর:
“দুর্যোগ ঝুঁকিহ্রাসে সুশাসন
নিশ্চিত করবে টেকসই উন্নয়ন”
এই শ্লোগানকে সামনে রেখে ফুলগাজী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সার্বিক সহযোগিতায় পরিষদের কনফারেন্স রুমে ১৩ অক্টোবর মঙ্গলবার সকালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল আলীম।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা হারুন মিয়া, উপজেলা সমবায় কর্মকর্তা স্বপন কুমার দাস, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের প্রকৌশলী হাসান পারভেজ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অজিত চন্দ্র দেবনাথ, মহিলা বিষয়ক কর্মকর্তা রেহানা আক্তার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতিমা ফেরদৌসী প্রমুখ।
আলোচনা শেষে উপজেলা পরিষদ চত্বরে ফুলগাজী ফায়ার সার্ভিস এর অধিনায়ক নারু চৌধুরী ও আবদুস সবুর এর পরিচালনায় ফায়ার সার্ভিসের সকল সদস্যদের অংশগ্রহণে দুর্যোগ প্রশমন জনগণকে জনসচেতনতায় মহড়া পরিচালনার মধ্য দিয়ে দিবসের সমাপ্তি ঘটে।