সুবর্নচরে এবার ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ : গ্রেফতার ১

মোঃ ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর, নোয়াখালী :
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চর নোমানে ৬ বছরের শিশু ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার দিনগত গভীর রাতে মায়ের পাশ থেকে তুলে নিয়ে তাকে ধর্ষণ করেছে একই গ্রামের জসীম উদ্দিনের ছেলে হেলাল উদ্দিন (২০)।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৮টার দিকে এ ঘটনায় চর জব্বার থানা পুলিশ অভিযুক্ত হেলালকে গ্রেফতার করে।

পুলিশ বলছে, ধর্ষণের ঘটনায় ওই শিশুর মা ইয়াসমিন বাদী হয়ে চর জব্বার থানায় মামলা দায়ের করেছেন। সকালে পুলিশকে অভিযোগ করার পরপরই অভিযুক্ত হেলাল উদ্দিনকে সকালে আটক করা হয়।

মোহাম্মদপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সদস্য নুর আলম জানান, শিশুর বাবা মো.ইউসুফ নবীর খামারে আসামি হেলাল কাজ করে আসছিলো। এলাকার গণ্যমান্য লোকদের কাছে শিশুটিকে ধর্ষণ করেছে বলে সে নিজেই স্বীকার করেছে।

চর জব্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহেদ উদ্দিন জানান, দুপুর সাড়ে ১২টার দিকে মামলা গ্রহণ করা হয়েছে। হেলালকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

banglardarpan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *