নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবীতে কেশবপুরে সম্মিলিত সাংস্কৃতিক জোটের মানববন্ধন

রাকিব আহম্মাদ কেশবপুর :
নরীর প্রতি সহিংসতার বন্ধ করো,করতে হবে”
কেশবপুর সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যােগে বুধবার সকালে শহরের শহীদ দৌলত বিশ্বাস চত্বরে মানববন্ধন ও প্রতিবাদী গণসংগীত,কবিতা পাঠ অনুষ্ঠিত হয়েছে।

উক্ত মানবন্ধনে সভাপতিত্ব করেন কেশবপুর সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক মশিউর রহমান। সাংগঠনিক সম্পাদক উৎপল দের পরিচালনার গণসংগীত
ও কবিতা আবৃত্রি পরিবেশন করেন কেশবপুর সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সদস্য সচিব স্বপন মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জ্বল ব্যানার্জী, প্রদীপ বসু পল্টু, এস এম সিরাজুল ইসলাম। তবলায় সহযোগিতার করেন সংগঠনের কোষাধ্যক্ষ অলোক বসু বাপী।

এসময় উপস্থিত ছিলেন, কেশবুপর প্রেসক্লাবের সভাপতি আশরাফুর জামান, সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী, সংস্কৃতি বিষয়ক সম্পাদক শেখ শাহীন, গ্রন্থাগার বিষয়ক সম্পাদক ও শিক্ষক মতিউর রহমান, কেশবপুর সম্মিলিত সাংস্কৃতিক জোটের দপ্তর সম্পাদক মঞ্জুরুল হোসেন ডাবলু, সাংবাদিক রাবেয়া ইকবল, মনিমহন ধরসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ৷

এছাড়া আরও উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধ, সাংবাদিক, নারীনেত্রী, প্রথম আলো বন্ধু সভার বন্ধুরা, সমাজকর্মী সহ বিভিন্ন পর্যায়ের মানুষ মানববন্ধনে অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *