ফেনী প্রতিনিধি :
ফেনীতে পৃথক পৃথক ঘটনায় র্যাবের ভ্রাম্যমান আদালতের অভিযানে খাদ্যে ভেজালের অভিযোগে ৩ প্রতিষ্ঠানের ৩১ লাখ টাকা জরিমানা করা হয়। ৩০ সেপ্টেম্বর বুধবার র্যাবের নির্বাহী ম্যাজিট্রেট পলাশ কুমার বসু এই অভিযানের নেতৃত্ব দেন।
ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, দিনভর অভিযান চালায় র্যাব-৭ এর একটি টিম। টিমের নেতৃত্ব দেন র্যাবের হেড কোয়ার্টার থেকে আগত নির্বাহী ম্যাজিষ্ট্রেট পলাশ কুমার বসু।
সকাল থেকে রাত পর্যন্ত দিনভর অভিযানে কালিপাল দশমীঘাটের পাশে অবস্থিত রাসমেলা কারখানাকে ১৩ লাখ টাকা এবং পাশে অবস্থিত যমুনা বেকারী কারখানাকে ১০ লাখ টাকা জরিমানা এবং ফেনীর বিজয় সিংহ সোনিয়া আইচক্রিম ফ্যাক্টরী কারখানাকে ৮ লাখ টাকা জরিমানা করা হয়। সর্বমোট তিন প্রতিষ্ঠান ভেজাল খাদ্য তৈরির অভিযোগে ৩১ লাখ টাকা জরিমানা করা হয়। তারমধ্যে সোনিয়া আইচক্রিম কারখানায় মালিক মো. কামরুল হক নগদ আট লাখ টাকা প্রদান করেন।
অপরদিকে যমুনা ও রসমেলা কারখানার জরিমানা বকেয়া রয়েছে। দুই প্রতিষ্ঠানের তিন কর্মকর্তা সাইফুল ইসলাম, মিলন কান্তি ভৌমিক ও মো. ফজলুল করিমকে গ্রেপ্তার করা হয়। তাদের প্রত্যেকে জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাভোগের সাজা প্রদান করা হয়। যমুনা ও রসমেলা কারখানাকে সিলগালা করা হয়।
এসময় জেলা স্যানিটারী পরিদর্শক অমলেন্দু ভান্দারীসহ র্যাব-৭ একটি বিশেষ টিম অভিযানে সহায়তা করেন।