‘যত আবেগ দেখাই ততই বিপদে পড়ি’

বিনোদন ডেস্কঃ স্বস্তিকা মুখোপাধ্যায় মানেই স্পষ্টবাদী আর বোল্ড। পত্রিকার সামনেও অকপট তিনি। সম্প্রতি কলকাতার একটি অনলাইন গণমাধ্যমে নিজের অনেক গোপন কথা জানালেন। বললেন, ‘যত আবেগ দেখাই ততই বিপদে পড়ি।’
বিয়ের বিষয় জানতে চাইলে স্বস্তিকা বলেন, ‘একটা বিয়ে থেকে আগে ছুটি পাই। তারপর যদি উৎসাহ থাকে। প্রেম থাকে তাহলেতো বিয়ে। কারণ প্রেম নাও থাকতে পারে। আমি এখন সব কিছু মিলে ভাবতে হবে। হঠাৎ কেউ চলে যেতে পারে। ইমোশনালি নির্ভর হলেই আমি কেস খাই। আগে আমি নিজেকে বদলাতে চাই।’
স্বস্তিকা নাকি তার সমালোচনা পছন্দ না হলে সোজা ফেসবুকে লিখে দেন। খুব নাকি মুডি আপনি? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,‘১৫ বছর ধরে নিজের টার্মসে মাথা উঁচু করে কাজ করে যাচ্ছি। আর এ রকম কোনও ছবিও তো করছি না যার পোস্টার পড়ল, অথচ ছবি দেখা গেল না।
অন্যায় মনে হলে নিশ্চয়ই ফেসবুকে লিখব। অন্য লোকেদের সঙ্গে অন্যায় হলেও বলব। আরও দশটা ছবি পাব বলে মুখ বুজে থাকব এ রকম মেয়ে নই আমি। অনেক সাংবাদিক আছেন যাদের সঙ্গে কফি খেলে তারা ভাল লিখবে। ছবি ছাপাবে। আমি কফি খাই না। আমার ছবিও ছাপা হয় না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *