কুড়িগ্রামে হত্যা মামলায় ১জনের মৃত্যুদন্ড

কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালত কাঠমিস্ত্রি হত্যা মামলায় অপর একজন কাঠমিস্ত্রিকে মৃত্যুদন্ড দিয়েছে। মঙ্গলবার জেলা ও দায়রা জজ মো: আব্দুল মান্নান এই রায় দেন।

মামলার বিবরণে জানা গেছে, কুড়িগ্রাম পৌরসভায় ভেলাকোপা গ্রামের আবেদ আলীর ছেলে আদম আলী (১৯) তার সহকর্মী কাঠমিস্ত্রি করিম মিয়া (২৫) একই সাথে কাঠমিস্ত্রির কাজ করতো। ২০১১ সালের ২০ ফেব্রুয়ারি সন্ধ্যায় আদম আলী করিমের কাছে পাওনা টাকা চাইতে গেলে বচসার এক পর্যায়ে বাটাল দিয়ে আদমকে পেটে ও কপালে আঘাত করে করিম। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। এ ব্যাপারে নিহতের বাবা কুড়িগ্রাম সদর থানায় একটি মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানির পর আদালত মামলার একমাত্র আসামী করিম মিয়াকে মৃত্যুদন্ডের আদেশ দেন।
রাস্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আব্রাহাম লিংকন ও আসামী পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো: রুহুল আমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *