রাকিব আহমেদ সোহেল, কেশবপুর :
যশোরের কেশবপুরে পৌর নির্বাচন উপলক্ষে গণসংযোগকারী সম্ভাব্য পৌর কাউন্সিলর প্রার্থীদের সাথে পৌর মেয়রের কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে পৌর মেয়র রফিকুল ইসলামের সভাপতিত্বে গণসংযোগকারী সম্ভাব্য পৌর কাউন্সিলর প্রার্থীদের মধ্য থেকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর শেখ আতিয়ার রহমান, পৌর কাউন্সিলর আব্দুস সাত্তার খান, পৌর কাউন্সিলর জামাল উদ্দীন সরদার, পৌর কাউন্সিলর মফিজুর রহমান মফিজ, পৌর কাউন্সিলর মনিরা খানম, সাবেক পৌর কাউন্সিলর মনোয়ার হোসেন মিন্টু, সাবেক পৌর কাউন্সিলর মঞ্জুরুল ইসলাম মোড়ল, আওয়ামী লীগ নেতা নূরুল ইসলাম খান।
অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, মশিয়ার রহমান, আব্দুল গফুর, জাহাঙ্গীর আলম, রমজান আলী মোড়ল, হাবিবুর রহমান হাবিব, সৈয়দ আকমল আলী, মদন সাহা অপু, শেখ শাহীন, আবুল কালাম আজাদ, নাছির উদ্দীন, কামরুজ্জামান কামরুল, প্রভাষক শাহীনুর রহমান, প্রভাষক প্রদীপ চক্রবর্তী, কামাল খান, ইকরামুল শেখ, ফাতেমা বেগম, আসমা বেগম, তহমিনা প্রমুখ।
মতবিনিময় সভায় পৌর মেয়র রফিকুল ইসলাম জানান, আগামী পৌরসভা নির্বাচনে পৌর কাউন্সিলর পদে মনোনয়ন দেবেন কেশবপুরের এমপি শাহীন চাকলাদার ও দল। কাউকে দলীয় মনোনয়ন দেয়ার একতিয়ার আমার নেই এবং আমি কাউকে পৌর কাউন্সিলর পদে দাঁড়াতে বলিনি। তাবে আপনারা সকলে আমার খুব কাছের মানুষ ৷
বাংলারদর্পণ