বরিশাল:
পেশাগত দায়িত্ব পালনকালে বরিশাল নগরীর চিহ্নিত সন্ত্রাসী বাহিনীর হামলায় গুরুত্বর আহত ফটোসাংবাদিক আল আমিন সাগরকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য আজ বুধবার (২ সেপ্টেম্বর) এ্যাম্বুলেন্সযোগে ঢাকায় নিয়ে যাওয়া হয়।
সাগরের স্বজনরা জানিয়েছেন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন সাগরের শরীর কেটে-ছিড়ে না গেলেও শরীরের হাড়ে ও মাংস পেশীতে মারাত্মক আঘাত লেগেছে। এক্স-রে রিপোর্টে বিশেষ করে মাথায় আঘাতের চিহ্ন দেখা গেছে।
প্রসঙ্গত, নগরীর চিহ্নিত প্রতারকের পক্ষে এক নারীর পরিবারকে খুন করার হুমকি দেন দৈনিক সময়ের আলো পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান দাবীকারী, বরিশাল টাইমস ডটকমের বার্তা সম্পাদক এবং বির্তকিত নিউজ এডিটরস কাউন্সিল, বরিশালের সভাপতি হাসিবুল ইসলাম এবং খন্দকার রাকিব।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে স্ব-রোড মোহনা ক্লাবের বিপরীতে এ ঘটনা ঘটে। এ সময়ে ছবি তুলতে গেলে স্থানীয় একটি দৈনিকের ফটোগ্রাফার আল আমিন সাগরকে মারধর করেন উপস্থিত সন্ত্রাসী বাহিনী। আহত সাগরকে মঙ্গলবার রাতেই গুরুত্বর অসুস্থ অবস্থায় শেবাচিম হানপাতালে ভর্তি করা হয়। শরীরের অবস্থা খারাপ হলে আজ তাকে ঢাকায় প্রেরণ করা হয়।
বাংলারদর্পণ