মো. আফজাল হােসেন, দিনাজপুর প্রতিনিধি:
ছবিতে -চেয়ারম্যান সবুজ।
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার লালঘাট মসজিদের নামে ক্রয় করা একটি গরু গ্রামের এক বাড়িতে রাখা ছিলো। গত ২৪ মার্চ রাতে গরুটি চুরি হয়। বিষয়টি জানতে পেরে কুশদহ ইউনিয়নের চেয়ারম্যান মাে. সায়েম সবুজের নির্দেশনায় গ্রামের এক ব্যক্তি গরুর পায়ের ছাপ অনুসরণ করে গ্রামের আলাউদ্দিনের বাড়িতে গিয়ে গরুটি দেখতে পান। এ সময় আলাউদ্দিনের স্ত্রী আজমতা খাতুন ওই ব্যক্তিকে গরুটি দিয়ে কাউকে কিছু না বলতে অনুরোধ করে। বিষয়টি জানতে পেরে গ্রামবাসী আলাউদ্দিনের বাড়িটি ঘিরে ফেলে। পুলিশ আসার আগেই সুযােগ বুঝে আলাউদ্দিন বাড়ি থেকে পালিয়ে যায়। আজমতা খাতুন পুলিশকে জানায় যে, আতিয়ারের পুত্র মো. বাবু গরুটি চুরি করে তাদের বাড়িতে রেখেছে। পুলিশ গ্রাম থেকে মাে. বাবুকে আটক করে। মো. বাবু জানায় যে তার সাথে মাদ্রাসাপাড়ার মো. শহিদুলের পুত্র মাে. জাকির জড়িত ছিলো। কুশদহ ইউনিয়নের চেয়ারম্যান মো.সায়েম সবুজসহ আফতাবগঞ্জ ফাঁড়ির এসআই নুরুজ্জামান, এএসআই হাবিবুল্লাহ্ আজমতার বাড়ি থেকে ৮টি গরু এবং বাবুর বাড়ি থেকে বিভিন্নন ¯স্থান থেকে চুরি হওয়া মাট ১০টি গরু উদ্ধার করে।
কুশদহ ইউনিয়নের চেয়ারম্যান মো. সায়েম সবুজ জানান, দিনাজপুর জেলার মধ্যে সর্ব প্রথম তাঁর ইউনিয়নকে ভিক্ষুকমুক্ত ঘােষণা করা হয়েছে। তাঁর ইউনিয়ন কোন প্রকার চোর ডাকাতের ¯স্থান হবেনা। তিনি আরও বলেন এই ইউনিয়ন কােন প্রকার মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদেরও ¯স্থান হবেনা।