কাশ্মীরে লস্কর-ই-তাইয়েবার হামলায় এক ভারতীয় সেনা নিহত

প্রতিবেদকঃ
কাশ্মীরে সন্ত্রাসবিরোধী অভিযানে লস্কর-ই-তাইয়েবার তিনজন সন্ত্রাসী নিহত হয়েছে।

এসময় দায়িত্বে থাকা এক সেনাসদস্যও নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের দক্ষিণে পুলওয়ামা জেলায় এ ঘটনা ঘটে।

এনডিটিভি অনলাইনের খবরে জানানো হয়, গতকাল শুক্রবার গভীর রাতে কাশ্মীরের দক্ষিণে ওই জেলার জাদুরা এলাকায় নিরাপত্তা বাহিনী সন্ত্রাসবিরোধী অভিযান চালায়। পুলিশ বলছে, গোলাগুলিতে তিন সন্ত্রাসী নিহত হয়।

কাশ্মীরে গত ২৪ ঘণ্টায় এ নিয়ে দ্বিতীয় দফা সন্ত্রাসবিরোধী অভিযান চালানো হলো। গতকাল শোফিয়ান এলাকার কিলোরায় গোলাগুলির ঘটনা ঘটে। সে সময় একজনকে আটক করা হয়।

পুলিশ বলছে, নিহত দুই সন্ত্রাসীর মধ্যে একজন ভারতীয় জনতা দলের (বিজেপি) পঞ্চায়েত সদস্য অপহরণ ও হত্যার ঘটনায় জড়িত।
বাংলারদর্পণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *