প্রতিবেদক :
লক্ষ্মীপুর -২ আসন থেকে নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য (এমপি) মো. শহীদ ইসলাম (পাপুল) কুয়েতের নাগরিক হলে তার সংসদীয় আসন শূন্য ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদের শুরু করা এক অনির্ধারিত বিতর্কে অংশ নিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, “শহীদ ইসলাম কুয়েতের নাগরিক কিনা তা নিয়ে আমরা কুয়েত সরকারের সাথে আলোচনা করছি… আমরা বিষয়টি খতিয়ে দেখব। তিনি যদি কুয়েতের নাগরিক হন, তবে তার আসনটি আমাদেরকে শূন্য ঘোষণা করতে হবে। কারণ, আইন তার নিজস্ব গতিততে চলবে। আমাদের দেশেও তার (শহীদ ইসলাম) বিরুদ্ধে আমরা তদন্ত শুরু করেছি।”
আরো পড়ুন >>>
বিদেশে মানবপাচারকারী পাপুল : দেশে দানখয়রাত করেই টাকার জোরে স্বামী ও স্ত্রী এমপি
বুধবার (৮ জুলাই) সংসদে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদের শুরু করা এক অনির্ধারিত বিতর্কে অংশ নিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদের উদ্ধৃতি দিয়ে বিএনপির এমপি বলেন, পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেছিলেন যে, কুয়েত কর্তৃপক্ষ অর্থ পাচার ও মানব পাচারের অভিযোগে “স্থানীয় বাসিন্দা” হিসাবে বাংলাদেশি সাংসদ মো. শহীদ ইসলামকে আটক করেছিল। কারণ তিনি কূটনৈতিক বা সরকারি পাসপোর্ট ছাড়াই ওই দেশে অবস্থান করছিলেন।
গত সাধারণ নির্বাচনে স্বতন্ত্র ওই সংসদ সদস্য আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হলেও লক্ষ্মীপুর-২ আসনে তাকে দেওয়া হয়নি উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “ওই আসনটি জাতীয় পার্টির জন্য বরাদ্দ ছিল। পরে তিনি (শহীদ ইসলাম) স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ নেন। জাতীয় পার্টি নোমানকে মনোনয়ন দিলেও তিনি নির্বাচনে অংশগ্রহণ করেননি।”
“শহীদ ইসলাম যেকোনোভাবে সংরক্ষিত মহিলা আসন থেকে তার স্ত্রীকে এমপি করেছেন। তবে তিনি আমাদের দলের মনোনীত বা নির্বাচিত সংসদ সদস্য নন”, বলেন প্রধানমন্ত্রী।