বলিউডে জনপ্রিয় হয়ে ওঠার নেপথ্যের অব্যক্ত কথাগুলো সরল মনেই জানালেন তাপসী!

বিনোদন ডেস্ক- জনপ্রিয় হওয়ার স্বপ্ন দেখেনা এমন মানুষ খুঁজলে খুব কমই পাওয়া যাবে। প্রত্যেকের কাছেই জনপ্রিয় কিংবা প্রিয় অথবা পছন্দের মানুষ হয়ে ওঠতে চায় প্রায় সবাই। তবে এই কাজ কিন্তু মোটেও সহজ নয়। এ জন্য রীতিমত অনেক কাঠখড় পোড়াতে হয়। প্রতিটি মানুষের আকর্ষণের কেন্দ্রে থাকার স্বপ্ন পূরণ করার এই কাজটি কষ্টসাধ্য হওয়াতে অনেকের পক্ষে সম্ভব হয়ে ওঠেনা। তবে এদের মদ্ধ্যে যারা হার না মানা মানুষ আছেন তারাই শুধু এই দুর্গম পথ পাড়ি দিতে পারেন।

আর এমনই একজন হলেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় ও বর্তমান সময়ে বলিউডের আলোচিত অভিনেত্রী তাপসী পান্নু। দীর্ঘ দিন যাবৎ সিনেমায় কাজ করে আসলেও গত বছরে ‘পিঙ্ক’ ছবির মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি।

তবে তাঁর পক্ষে এই জনপ্রিয়তা পাওয়া মোটেই সহজ ছিলো না। অনেক চড়াই-উৎরাই আর কষ্ট উপেক্ষা করে আজকের এই দিন পেতে হয়েছে তাকে। এ বিষয়ে জানিয়ে একটি পেজে নিজের অব্যক্ত অভিজ্ঞতার কথাগুলো শেয়ার করেছেন তাপসী নিজেই।

তিনি জানিয়েছেন, কলেজে পড়ার সময় থেকে পকেটমানির জন্য তিনি মডেলিং করতেন। সে সময়ই ছবির অফার পান। তার অভিনীত তিনটি ছবি পর পর ফ্লপ করে। ইন্ডাস্ট্রিতে চালু হয়ে যায়, তার ভাগ্যই নাকি খারাপ। এর পর তাকে পারিশ্রমিক কমানোর কথা বলেন বিভিন্ন পরিচালক ও প্রযোজক। তাতে রাজি না হলে একের পর এক ছবি থেকে বাদ পড়তে থাকেন।

তাপসীর বলেন, ”গুজব ছিল আমার ভাগ্য খারাপ। আমি প্রথম সারির অভিনেত্রী নই বলে বহু অভিনেতা আমার সঙ্গে কাজ করতে রাজি হননি। এমনও হয়েছে- প্রযোজক আমার ডেট ফাইনাল করেছেন, কিন্তু শেষ মুহূর্তে আমাকে বাদ দেওয়া হয়েছে। কারণ তাঁরা ওই প্রজেক্টের জন্য নামী কোনও তারকাকে পেয়ে গিয়েছেন।”

এত সব কিছুর পরেও তাপসী মনে করেন, হয়তো তাকে তারকাসুলভ দেখতে নয়, তারকাসুলভ চেহারার অধিকারীও হয়তো তিনি নন। কিন্তু অভিনয়ের জোরে বলিউডে নিজের জায়গা করে নিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *