ফেনী প্রতিনিধি:
ফেনীর সোনাগাজীতে ৬টি চোরাই গরুসহ পাঁচ চোরকে গ্রেফতার করেছে পুলিশ।
জানাযায়, সোমবার (২৪ আগস্ট) রাতে উপজেলার চরচান্দিয়া এলাকা থেকে ৬টি গরুসহ ৫জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার দক্ষিণ পূর্ব চরচান্দিয়া বদিউজ্জামানের ছেলে বেলাল হোসেন (৫০),ছিদ্দিকুর রহমানের ছেলে শহিদুল ইসলাম সোহেল (২৮),আব্দুল মান্নানের ছেলে শাকিল (১৮),নুরুল আফসারের ছেলে রিফাত হোসেন (১৮),চর সোনাপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে নুরুল আফসার (২৬)।
সোনাগাজী মডেল থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, প্রথমে ২টি চোরাই গরুসহ তাদেরকে গ্রেফতার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী গরুসহ অপর আসামিদের আটক করা হয়। মঙ্গলবার সকালে তাদের বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।
বাংলারদর্পণ