কোম্পানীগঞ্জে অটোরিকশা চাপায় শিশুর মৃত্যু

গিয়াস উদ্দিন রনি, নোয়াখালী-
নোয়াখালীর কোম্পানীগঞ্জে সিএনজি চালিত অটোরিকশার চাপায় সাফায়েত হোসেন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের নতুন বাজারে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুত্বর আহত অবস্থায় চট্রগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়।

নিহত সাফায়েত চরকাঁকড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের গুদ্দা আলা বাড়ির আনোয়ার হোসেন বাবলু’র ছেলে।

নিহতের কাকা পারভেজ জানান, দুপুরে বাজার থেকে বাড়ি ফেরার পথে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের নতুন বাজারের মানিক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে পৌঁছলে দ্রুতগামী একটি সিএনজি অটোরিকশা সাফায়েতকে চাপা দেয় । পরে চট্রগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত পরিদর্শক (তদন্ত) ফজলুল কাদের পাটোয়ারী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সিএনজি চালকও গুরুত্বর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহতের পরিবার মামলা করলে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

বাংলারদর্পন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *