দাবীকৃত চাঁদা না পেয়ে এক প্রবাসীকে’ হত্যা : চকরিয়ার ওসির বিরুদ্ধে মামলা

রোখসানা চৌধুরী >>>
৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসীকে ‘বন্দুকযুদ্ধে’ হত্যার অভিযোগে কক্সবাজারের চকরিয়া থানার ওসি হাবিবুর রহমানসহ ১৫ পুলিশের বিরুদ্ধে চট্টগ্রামে মামলা হয়েছে। আদালত মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছেন সিআইডিকে।

রোববার (১৬ আগস্ট) পটিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিশ্বেশ্বর সিংহের আদালতে মামলাটি দায়ের করেন আহমদ নবী নামে একজন মুক্তিযোদ্ধা। তার বাড়ি পটিয়ার কচুয়াই গ্রামে।

তিনি অভিযোগ করেন, তার ভাগিনা মোহাম্মদ জাফর একজন ওমান প্রবাসী। তিনি কয়েকমাস আগে দেশে ফেরেন। গত ২৯ জুলাই চকরিয়া থানা পুলিশের একটি দল তাকে বাড়ি থেকে ধরে নিয়ে যায়।

পরে ছেড়ে দেয়ার জন্য দাবি করে ৫০ লাখ টাকা। এ দিকে চকরিয়া থানা থেকে ফোন করে বারবার বলা হয় টাকা না দিলে ক্রসফায়ারে দেওয়া হবে। নিহতের পরিবার প্রাণভিক্ষা চাইলেও চকরিয়া থানা-পুলিশ তাদের কথায় কর্ণপাত করেনি।

কিন্তু পরিবার তা দিতে না পারায় ৩০ জুলাই রাতে কথিত বন্দুকযুদ্ধে তাকে মেরে ফেলা হয় বলে অভিযোগ করা হয় মামলায়। এতে ওসি চকরিয়া, হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমিনুল ইসলামসহ ১৫ পুলিশ সদস্যকে আসামী করা হয়।
বাংলারদর্পন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *